আমাদের একজনের রক্ত ঝরলে, ১০ জনের রক্ত ঝরাতে হবে। এক ইঞ্চি জমি ছাড়ব না, তাতে রক্ত ঝরলে ঝরবে। পঞ্চায়েত ভোটের আগে ফের বিজেপি নেতার হুমকি। উত্তর ২৪ পরগনার গাইঘাটার পর এবার হুগলির সপ্তগ্রাম। গতকাল সপ্তগ্রাম বিধানসভার আকনা গ্রাম পঞ্চায়েত এলাকায় দলীয় কর্মসূচিতে গিয়ে কার্যত এই ভাষাতেই হুমকি দেন বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ। এ নিয়ে গেরুয়া শিবিরকে নিশানা করেছে তৃণমূল। বিজেপি সংবিধান মানে না, তাই এ ধরনের মন্তব্য। প্রতিক্রিয়া চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের।পঞ্চায়েত ভোটে রক্ত ঝরলে, বিজেপির শুধু একা ঝরবে না, তৃণমূলেরও ঝরবে। সপ্তাহখানেক আগে দলীয় কর্মসূচি থেকে এভাবেই হুমকি দেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল।