Ananda Sakal ii: আনিস-কাণ্ডের ১৪৪ দিনের মাথায় রাজ্য পুলিশের সিটের জমা দেওয়া চার্জশিট ঘিরে ফের মাথাচাড়া দিল বিতর্ক। Bangla News

2022-07-12 6

আনিস খানের মৃত্যুতে খুনের অভিযোগ তুলেছিল তাঁর পরিবার। কিন্তু, সেই অভিযোগ কার্যত খারিজ করে, গাফিলতির জেরে মৃত্যুর ধারায় চার্জশিট দিল রাজ্য পুলিশের তৈরি সিট। চার্জশিটে নাম রয়েছে আমতা থানার তৎকালীন ওসি-সহ পাঁচজনের। আনিসের পরিবার অবশ্য সিটের চার্জশিটে গুরুত্ব দিচ্ছে না। তাঁরা এখনও সিবিআই তদন্তের দাবিতে অনড়।

Videos similaires