প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্র, গুজরাত ও মধ্যপ্রদেশ। মহারাষ্ট্রের একাধিক জেলায় সতর্কতা জারি হয়েছে। বৃষ্টি ও বন্যার কারণে গত একমাসে মৃত্যু হয়েছে ৮৩ জনের। টানা বৃষ্টিতে ভাসছে গুজরাত। বেশ কয়েকটি নদীর জলস্তর বেড়ে যাওয়ায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বৃষ্টির কারণে গত একমাসে মৃত্যু হয়েছে ৬৩ জনের। বৃষ্টিতে বিপর্যস্ত মধ্যপ্রদেশও।এ পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। গত ৪০ দিনে সে রাজ্যে বাজ পড়ে মৃত্যু হয়েছে ৬৬ জনের। ৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত। মৃত্যু হয়েছে দুশোরও বেশি গবাদি পশুর।