Anis Khan Death Update: আনিসকাণ্ডে চার্জশিট পেশের পরও, একাধিক প্রশ্ন ঘিরে রয়ে গেছে ধোঁয়াশা। Bangla News

2022-07-12 11

আনিসকাণ্ডে চার্জশিট পেশের পরও, একাধিক প্রশ্ন ঘিরে রয়ে গেছে ধোঁয়াশা। সিটের চার্জশিটে, গাফিলতির জেরে মৃত্যুর ধারা দেওয়া হয়েছে। যে ধারা নিয়ে, এপ্রিল মাসে প্রশ্ন তুলেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। পাশাপাশি আনিসের বাড়িতে পুলিশি অভিযানের আগে, জেনারেল ডায়েরি এন্ট্রি কেন করা হয়নি, আনিস কীভাবে পড়ে গেছিলেন, সেই প্রশ্নও থেকেই যাচ্ছে।

Videos similaires