Narendra Modi: সাড়ে ৬ মিটার দীর্ঘ, সাড়ে ৯ হাজার কেজি ওজনের ব্রোঞ্জের অশোক স্তম্ভ উন্মোচন প্রধানমন্ত্রীর

2022-07-11 86

নতুন সংসদ ভবনের ছাদে জাতীয় প্রতীক অশোক স্তম্ভের আবরণ উন্মোচন করলেন প্রধানমন্ত্রী। সাড়ে ৯ হাজার কেজি ওজনের ব্রোঞ্জ নির্মিত এই অশোক স্তম্ভটি সাড়ে ৬ মিটার দীর্ঘ। যে ইস্পাতের কাঠামোর ওপর অশোক স্তম্ভটি বসানো হচ্ছে তার ওজনও প্রায় সাড়ে ৬ হাজার কেজি। এদিন নতুন সংসদ ভবনে চত্বরে পৌঁছে নির্মাণ শ্রমিকদের সঙ্গে কথা বলেন মোদি।

Videos similaires