Agnimitra Paul: বাথরুমে জল নেই, মিড ডে মিলে নেই ডিম, আসানসোলে স্কুল পরিদর্শনে গিয়ে তোপ অগ্নিমিত্রার

2022-07-11 26

স্কুল পরিদর্শনে আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। আসানসোল পুরসভার ৫৭ নম্বর ওয়ার্ডের নরসমুদা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ক্ষোভ প্রকাশ অগ্নিমিত্রার। বাথরুমে জল নেই. পরিষ্কার করা হয় না আগাছা, মিড ডে মিলের খাবারে নেই ডিম, অভিযোগ বিজেপি বিধায়কের। অর্থ সঙ্কটে ভুগছে স্কুল। অনুদানে কাজ চালানো যাচ্ছে না, দাবি প্রধান শিক্ষিকার। রাজ্য সরকারকে বদনাম করার চেষ্টা, স্কুলের সমস্ত কাজই চলছে। পাল্টা দাবি ৫৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমিত মাজির।

Videos similaires