গিরিশ পার্ক মেট্রো স্টেশনে লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা। প্রায় ৫০ মিনিট বন্ধ থাকার পর স্বাভাবিক হল পরিষেবা। সাড়ে ১২টা থেকে নিউ গড়িয়াগামী মেট্রোর সামনে ঝাঁপ মহিলার। প্ল্যাটফর্মে ঢোকার আগে ইমারজেন্সি ব্রেক কষে দাঁড়িয়ে যায় রেক। সাময়িক ভাবে বন্ধ হয়ে যায় নিউ গড়িয়াগামী মেট্রো চলাচল। দেহ উদ্ধারের পর ১টা ২০ নাগাদ চালু হয় ডাউন লাইনের মেট্রো চলাচল।