'সিটের চার্জশিটের ওপর ভরসা নেই, আশা নেই আমার। কারণ যে পুলিশ সিট গঠন করেছে সেই পুলিশই তো আমার চোখের সামনে আমার ছেলেকে উপর থেকে মেরে ফেলে দিয়ে গেল।' আনিস-কাণ্ডে উলুবেড়িয়া আদালতে চার্জশিট জমা দেওয়ার পর দাবি আনিস খানের বাবার। অন্যদিকে, ‘খুন হননি আনিস খান’, পরিবারের দাবি খারিজ করে সিট চার্জশিট জমা দিয়েছে।