‘খুন হননি আনিস খান’, পরিবারের দাবি খারিজ সিটের চার্জশিটে। আনিস-কাণ্ডে উলুবেড়িয়া আদালতে চার্জশিট জমা তদন্তকারীদের। চার্জশিটে নাম রয়েছে আমতা থানার তৎকালীন ওসি-র। তৎকালীন ওসি দেবব্রত চক্রবর্তীর নাম রয়েছে চার্জশিটে। চার্জশিটে নাম রয়েছে এক এএসআই, এক হোমগার্ড ও দুই সিভিক ভলান্টিয়ারের। ‘আনিসের মৃত্যু হয়েছে উপর থেকে পড়েই’। পুলিশের গাফিলতির জেরে মৃত্যু আনিস খানের, উল্লেখ চার্জশিটে, খবর সূত্রের।