Ananda Sakal: অমরনাথ-বিপর্যয়ে মৃত বর্ষা মুহুরির কফিনবন্দি দেহ ফিরল বঙ্গে I Bangla News

2022-07-11 31

রাজ্যে ফিরল অমরনাথ-বিপর্যয়ে মৃত বর্ষা মুহুরির কফিনবন্দি দেহ। গতকাল রাত দেড়টা নাগাদ দিল্লি থেকে ইন্ডিগোর বিমানে কলকাতায় পৌঁছয় মুহুরি পরিবার। পায়ে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় হুইল চেয়ারে বসে বের হন বর্ষার মা নিবেদিতা মুহুরি। কান্নায় ভেঙে পড়েন তিনি। পায়ে চোট রয়েছে বর্ষার মামা সুব্রত চৌধুরীরও। এরপর রাত ৩টে নাগাদ বিমানবন্দর থেকে শববাহী গাড়ি রওনা দেয় বারুইপুরে চক্রবর্তী পাড়ার উদ্দেশে। ভোর সাড়ে ৪টে নাগাদ বাড়িতে পৌঁছয় বর্ষার দেহ। হাজির ছিলেন আত্মীয়স্বজন, প্রতিবেশীরা। এরপর বারুইপুর শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়। গোটা ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন বারুইপুর পুরসভার ভাইস চেয়ারম্যান গৌতম দাস।

Videos similaires