ভরা মরসুমেও দেখা নেই তার। কোলাঘাটে শুধুই অপেক্ষা। রূপনারায়ণের নাব্যতা কমে যাওয়া থেকে জল দূষণকে দায়ী করছেন মৎস্যজীবীরা। দাবি, সংসার চালাতে পেশা পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন তাঁরা। জাতীয় মৎস্যজীবী দিবসে এমন ছবি ধরা পড়ল এবিপি আনন্দর ক্যামেরায়।