Amarnath Pilgrim Stuck: অমরনাথ দর্শনে গিয়ে বিপাকে বালির বাসিন্দা শ্রাবন্তী রায়। Bangla News

2022-07-10 16

অমরনাথ দর্শনে গিয়ে বিপাকে বালির বাসিন্দা শ্রাবন্তী রায়। ৬ তারিখ ৯ জনের দলটি রওনা দেয় অমরনাথের উদ্দেশে। অমরনাথ যাওয়ার পথে জম্মু কাশ্মীরের পুলওয়ামায় আটকে রয়েছেন তাঁরা। ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিন কাটছে। ভিডিয়ো বার্তায় মুখ্যমন্ত্রীর কাছে ফিরিয়ে আনার আবেদন জানিয়েছেন দলের সদস্যরা। বালির মেয়ে শ্রাবন্তীর বাড়িতে অসুস্থ মা, বয়স্ক বাবা। মেয়ের ফেরার অপেক্ষায় দিন গুনছেন তাঁরা।

Videos similaires