Burdwan Death: বর্ধমান শহরে ফের ২ জনের রহস্যমৃত্যু। Bangla News

2022-07-10 23

বর্ধমান শহরে ফের ২ জনের রহস্যমৃত্যু। পরিবারের দাবি, স্থানীয় হোটেল থেকে মদ খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন ওই ২ জন। গতকাল রাতে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁদের মৃত্যু হয়। মৃত দু’ জনই খাগড়াগড়ের বাসিন্দা। ইতিমধ্যেই জিটি রোডে কলেজ মোড় এলাকার তারা মা হোটেলের মালিক গণেশ পাসোয়ানের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে বর্ধমান থানার পুলিশ। পাশাপাশি, জেলা আবগারি দফতরও বেআইনি মদ বিক্রির অভিযোগে মামলা দায়ের করেছে। এর আগে জেলা আবগারি দফতর দুটি হোটেল থেকে মদের নমুনা সংগ্রহ করে। সূত্রের খবর, বেসরকারি ল্যাবের রিপোর্টে কোনও অসঙ্গতি মেলেনি। 

Videos similaires