India Corona: উদ্বেগ বাড়াচ্ছে করোনা-গ্রাফ, দেশে দৈনিক সংক্রমণ কমলেও তা আজও ১৮ হাজারের বেশি

2022-07-10 66

উদ্বেগ বাড়াচ্ছে দেশের করোনা-গ্রাফ (Corona Graph)। দৈনিক সংক্রমণ কমলেও তা আজও ১৮ হাজারের বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ২৫৭ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৮ হাজার ৮৪০। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪২ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৩।  এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ৪২৮ জনের।  মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৬ লক্ষ ২২ হাজার ৬৫১। এর পাশাপাশি, দেশে ফের লাফিয়ে বাড়ছে অ্যাক্টিভ কেসের সংখ্যা। মোট সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ২৮ হাজার ৬৯০।     

Videos similaires