Amarnath Disaster: অমরনাথ-বিপর্যয়ের বলি বাংলার তরুণী, মাকে বাঁচাতে গিয়ে ভেসে যান বর্ষা

2022-07-10 641

অমরনাথ-বিপর্যয়ের বলি বাংলার তরুণী। অমরনাথে বারুইপুরের (Baruipur) নিখোঁজ ছাত্রীর মৃত্যু, জানালেন জেলাশাসক। শুক্রবারের মেঘভাঙা বৃষ্টির সময় মাকে বাঁচাতে গিয়ে ভেসে যান বর্ষা। কাল ২২ বছরের তরুণীর মৃতদেহ উদ্ধার হয়। আহত হয়েছেন বর্ষার মা ও মামাও। ১ জুলাই বারুইপুর থেকে ৭ জনের দলে অমরনাথে যাত্রা করেন বর্ষা। 

Videos similaires