Amarnath Disaster: অমরনাথ-বিপর্যয়ে আটকে পড়েছেন বাংলার বহু পুণ্যার্থী

2022-07-10 37

অমরনাথে (Amarnath) গিয়ে আটকে পড়েছেন পুলিশ কর্মী প্রবীর কর্মকার। ১ জুলাই পরিবার-সহ ৮০ জনের দলের সঙ্গে রওনা দেন কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকার তারদহের বাসিন্দা ওই পুলিশ কর্মী। ভিডিয়ো বার্তায় তিনি জানিয়েছেন, অমরনাথ দর্শনে যাওয়ার পথে আটকে পড়েছেন। ভয়াবহ অবস্থা। কপ্টারে উদ্ধারকাজ শুরু হয়েছে। বাড়ি ফেরার অপেক্ষায় দিন গুনছে পুলিশ কর্মী-সহ গোটা দল। 

Videos similaires