Amarnath Yatra : অমরনাথে এখনও পর্যন্ত ১৫ হাজার পুণ্যার্থীকে উদ্ধার, জানাল ITBP

2022-07-09 41

অমরনাথে অতিভারী বৃষ্টিতে বিপর্যয়। বৃষ্টির পর হড়পা বান। মৃত্যু হল ১৬ জনের। এখনও নিখোঁজ ৪০ জন। সেনাবাহিনী ও ITBP জওয়ানদের পাশাপাশি উদ্ধারকাজে নেমেছে NDRF। হেলিকপ্টারে চলছে উদ্ধারকাজ। দুর্ঘটনা সম্পর্কে খবরাখবরের জন্য হেল্পলাইন নম্বর চালু করেছে NDRF। এখনও পর্যন্ত ১৫ হাজার পুণ্যার্থীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ITBP। আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে অমরনাথ যাত্রা। অন্যদিকে, ভারী বৃষ্টির জন্য আপাতত বন্ধ রাখা হয়েছে কেদারনাথ যাত্রাও।

Videos similaires