Sri Lanka Crisis Update : "রাষ্ট্রপুঞ্জের এখনই হস্তক্ষেপ করা উচিত", শ্রীলঙ্কার পরিস্থিতি নিয়ে মন্তব্য ইমনকল্যাণের

2022-07-09 1

ফের অগ্নিগর্ভ শ্রীলঙ্কার পরিস্থিতি। পদত্যাগের দাবিতে রাষ্ট্রপতির বাসভবন ঘিরে বিক্ষোভ। বাসভবন ছেড়ে পালালেন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে। বিক্ষোভকারীদের সঙ্গে রয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার সনৎ জয়সূর্যও। এই পরিস্থিতিতে সংসদে জরুরি অধিবেশন ডাকার জন্য স্পিকারকে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্ঘে। এনিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমনকল্যাণ লাহিড়ি বলেন, "এটা হওয়ারই ছিল। আন্তর্জাতিক দুনিয়ে বিশেষ করে রাষ্ট্রপুঞ্জের এখনই হস্তক্ষেপ করা উচিত। সুদ ছাড়া আন্তর্জাতিক সহায়তা দেওয়া দরকার। নাহলে 'গৃহযুদ্ধ' চলতে থাকবে।"

Videos similaires