Kalyani AIIMS: কল্যাণী AIIMS-এ প্রভাব খাটিয়ে বেআইনি নিয়োগের অভিযোগ

2022-07-09 1

কল্যাণী AIIMS-এ প্রভাব খাটিয়ে বেআইনি নিয়োগের অভিযোগ। সিআইডি সূত্রে খবর, এই মামলায়  চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূকে আগামী মঙ্গল ও বুধবার জিজ্ঞাসাবাদ করতে চায় তারা। বিজেপি বিধায়কের পুত্রবধূকে বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান সিআইডি আধিকারিকরা। খবর সূত্রের।

Videos similaires