Murshidabad News: বহরমপুরে ইন্দিরা গাঁধীর আবক্ষ মূর্তি ভাঙাকে কেন্দ্র করে তুঙ্গে চাপানউতোর

2022-07-08 9

বহরমপুর (Baharampur) পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে ইন্দিরা গাঁধীর (Indira Gandhi) আবক্ষ মূর্তি ভাঙাকে কেন্দ্র করে তুঙ্গে চাপানউতোর। গতকালের এই ঘটনার পর আজ সকালে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury) -সহ কংগ্রেস নেতারা ঘটনাস্থলে যান। মুখে কালো কাপড় বেঁধে তাঁরা প্রতিবাদে সামিল হন। দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। মূর্তিভাঙার রাজনীতি করে না তৃণমূল, বললেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। 

Videos similaires