৩ তৃণমূল নেতা খুনের পর থমথমে ক্যানিং। মূল অভিযুক্ত রফিকুল সর্দারের বাড়িতে ভাঙচুর। স্থানীয় সূত্রে দাবি, দেড় বছর আগে মাদক মামলায় ছাড়া পেয়ে বাড়িতে আসে রফিকুল। তবে গত ৫ মাস ধরে তিনি বাড়ি ছাড়া ছিল। গতকাল থেকে দু’দফায় রফিকুলের বাড়িতে পুলিশ গেলেও তার হদিশ মেলেনি। পরিবারের দাবি, রফিকুল তৃণমূল করত। রফিকুলের মায়ের দাবি, স্থানীয় তৃণমূল বিধায়কের সঙ্গেও ঘনিষ্ঠতা ছিল তার