একেক বেসরকারি হাসপাতালে কেন একেকরকম চিকিত্সার খরচ? হাইকোর্টে মামলা।‘বেসরকারি হাসপাতালগুলিতে পরীক্ষা-নিরীক্ষার ট্যারিফ তৈরি করছে স্বাস্থ্য কমিশন’। ‘কমিশন আশা করছে চলতি মাসের মধ্যেই কাজ সম্পূর্ণ হবে’। ‘কাজ সম্পূর্ণ হলে অনুমোদনের জন্য রাজ্যকে তা পাঠানো হবে’। আদালতে জানাল রাজ্য স্বাস্থ্য কমিশন। অগাস্টে মামলার পরবর্তী শুনানি