Murshidabad News: মূর্তি ভাঙার রাজনীতি, বহরমপুরে ভাঙা হল ইন্দিরা গাঁধীর আবক্ষ মূর্তি

2022-07-08 29

মূর্তি ভাঙার রাজনীতি মুর্শিদাবাদের (Murshidabad) বহরমপুরে (Baharampur)। ভাঙা হল ইন্দিরা গাঁধীর আবক্ষ মূর্তি। গতকাল এই ঘটনা ঘটেছে বহরমপুর পুরসভার (Barahampur Municipality) ৫ নম্বর ওয়ার্ডে। সৈদাবাদ মনীন্দ্রচন্দ্র বিদ্যাপীঠের সামনে ইন্দিরা গাঁধী যে মূর্তি ছিল, সেটিই ভাঙা হয়। গতকাল সকালে বিষয়টি চোখে পড়ার পর সরব হয় কংগ্রেস (Congress)। আজ সকালে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী সহ কংগ্রেস নেতারা ঘটনাস্থলে যান। মুখে কালো কাপড় বেঁধে তাঁরা প্রতিবাদে সামিল হন। এই ঘটনা যারা ঘটিয়েছে, সেই দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন তাঁরা। অধীর চৌধুরী জানিয়েছেন, ওই জায়গায় ফের ইন্দিরা গান্ধীর আবক্ষ মূর্তি স্থাপন করা হবে।

Videos similaires