East Burdwan Death: পূর্ব বর্ধমানে মদ খাওয়ার পর অসুস্থ হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৪। Bangla News

2022-07-08 92

পূর্ব বর্ধমানে মদ খাওয়ার পর অসুস্থ হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৪, ঘটনায় চাঞ্চল্যগতকাল রাতে বর্ধমান থানা এলাকার বাহির সর্বমঙ্গলা পাড়ায় এই ঘটনা ঘটেছে। মদে বিষক্রিয়ার কারণে মৃত্যু, নাকি, এর পিছনে অন্য কারণ আছে, তা জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ। ঘটনার পরই এই এলাকার রাস্তার ধারের বিভিন্ন খাবারের দোকানে তল্লাশি অভিযান চালায় পুলিশ। সূত্রের খবর, বেআইনি মদ বিক্রির অভিযোগে একটি হোটেল সিল করা হয়েছে।   

Videos similaires