WB Corona Cases: রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে করোনা, একদিনে আক্রান্ত ৩ হাজার ছুঁইছুঁই

2022-07-07 135

রাজ্যে (West Bengal) একদিনে করোনা আক্রান্ত (Corona) এবার ৩ হাজার ছুঁইছুঁই! রাজ্যে একদিনে করোনায় ২ হাজার ৮৮৯জন সংক্রমিত। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রন্ত হয়ে প্রাণ হারিয়েছেন ২ জন। পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা, তারপরেই উত্তর ২৪ পরগনা। কলকাতায় (Kolkata) একদিনে করোনায় ৮৩৪জন আক্রান্ত । উত্তর ২৪ পরগনায় (North 24 Pargana) একদিনে করোনায় ৮১৯জন আক্রান্ত হয়েছেন।

Videos similaires