দুর্গাপুরের জল দফতরে জমা পড়া ২৭ লক্ষ টাকা ‘উধাও’! দেড় বছর ধরে জমা পড়া ২৭ লক্ষ টাকার হদিশ নেই অ্যাকাউন্টে! অন্য দফতরের এক কর্মী জল দফতরে এসে দেখতে পারেন গরমিল। অভিযোগ পেয়েই পুরসভার এক স্থায়ী ও অস্থায়ী কর্মীর বিরুদ্ধে পদক্ষেপ। তছরুপের অভিযোগে পুরসভার ১ অস্থায়ী কর্মী-সহ ২জন সাসপেন্ড। ২৭ লক্ষ টাকা তছরুপের অভিযোগ স্বীকার পুরসভার ডেপুটি মেয়রের।