TET CBI: প্রাথমিক টেট-দুর্নীতি মামলায় শহর জুড়ে সিবিআইয়ের তল্লাশি অভিযান। Bangla News

2022-07-07 29

প্রাথমিক টেট-দুর্নীতি মামলায় শহর জুড়ে সিবিআইয়ের তল্লাশি অভিযান।প্রাথমিক শিক্ষা পর্ষদ, সচিব, অপসারিত সভাপতির বাড়িতে সিবিআই। টেট-দুর্নীতি মামলার তদন্তে ৬টি জায়গায় ৫০-৬০ অফিসারের অভিযান। অপসারিত প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের বাড়িতে সিবিআই। ৫ ঘণ্টা ধরে যাদবপুরে মানিক ভট্টাচার্যর ২টি বাড়িতে সিবিআই তল্লাশি। প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব রত্না চক্রবর্তী বাগচীর বাড়িতেও সিবিআই । সাড়ে ৪ ঘণ্টা ধরে সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদে সিবিআইয়ের তল্লাশি ।চাবিওয়ালা ডেকে চাবি তৈরি করিয়ে আলমারি খুলিয়ে তল্লাশি: সূত্র

Videos similaires