ভুয়ো নথি দেখিয়ে ব্লাড ব্যাঙ্কেও প্রতারণা, গ্রেফতার। ‘ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত, প্লাজমা তুলে বাজারে বিক্রি’। অভিযোগ পাওয়ার পরেই অনুপম ভট্টাচার্য নামে একজন গ্রেফতার। প্রতারণার অভিযোগে গ্রেফতার করল মানিকতলা থানার পুলিশ। অভিযুক্তের বাড়ির ফ্রিজ থেকে প্লাজমার প্যাকেট উদ্ধার। মাইনাস ৫১ ডিগ্রির বদলে বাড়ির সাধারণ ফ্রিজেই রাখা ছিল প্লাজমা!অভিযুক্তের বাড়ি থেকে জাল স্ট্যাম্প, প্রচুর নথি বাজেয়াপ্ত।