Kunal Ghosh: "বাংলা জানে, রাজ্য়পাল বিজেপির লোক" মন্তব্য কুণালের

2022-07-07 75

তৃণমূলের দরবারের পরেই ফের রাজ্যপালের নিশানায় রাজ্য। আইনশৃঙ্খলা নিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণে রাজ্যপাল। মমতা সম্পর্কে কুরুচিকর দিলীপের মন্তব্য, রাজ্যপালের কাছে তৃণমূলের নালিশ। "মানবাধিকারের উপর অভূতপূর্ব সন্ত্রাস চলছে, আতঙ্কে রাজ্যবাসী। আমরা যে অবস্থায় আছি, তা উদ্বেগজনক, আমাদের সক্রিয় হতে হবে।'' কবিগুরুর কবিতা উদ্ধৃত করে তৃণমূল সরকারকে পাল্টা আক্রমণে রাজ্যপাল। তৃণমূলের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েও আক্রমণে রাজ্যপাল। "বাংলা জানে, রাজ্য়পাল বিজেপির লোক। এটা প্রমাণ করতেই আমরা ওনাকে  অগ্নিপরীক্ষার মুখে ঠেলে দিই'', এই প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ

Videos similaires