কালীঘাটকাণ্ডের জের। মুখ্যমন্ত্রীর (Chief Minister) নিরাপত্তা অধিকর্তার পদ থেকে সরানো হল বিবেক সহায়কে। তাঁর জায়গায় আনা হল একসময় SPG’তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসা IPS অফিসার পীযূষ পাণ্ডেকে। কালীঘাট ছেড়ে হাওড়ার শিবপুরের ভোটার হলেন মুখ্যমন্ত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। খেলার ময়দানে অতি পরিচিত নাম বাবুন বন্দ্যোপাধ্যায়কে কি এবার ভোটের ময়দানেও নামতে দেখা যাবে? হাওড়া পুরসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর ভাইয়ের ঠিকানা বদলের পরে তুমুল জল্পনা। পয়গম্বরকে নিয়ে মন্তব্য বিতর্ক মামলায় হাজিরার জন্য নূপুর শর্মাকে (Nupur Sharma) আর সময় দিতে রাজি নয় কলকাতা পুলিশ। লুকআউট নোটিস জারির পরে মঙ্গলবার ফের নারকেলডাঙা থানায় চিঠি দিয়ে হাজিরার জন্য সময় চান নূপুর শর্মা। সূত্রের খবর, সেই আবেদন নাকচ করে নূপুরকে দ্রুত হাজিরা দিতে বলেছে কলকাতা পুলিশ (Kolkata Police)।