মা কালীকে নিয়ে মহুয়া মৈত্রর মন্তব্য। এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "কেউ যদি চুরি করে আর তাতে যদি শাস্তি না হয় তাহলে চুরি করা বৈধ হয়ে গেল? তৃণমূলের সব নেতারা চুরি করে। একজন রাজনীতিবিদ, MP যখন এধরনের মন্তব্য করেন, তখন তাঁর ক্ষমা চাওয়া উচিত।''