বেশ কিছুদিনের ব্যবধানে ফের মহার্ঘ্য রান্নার গ্যাস। একলাফে ৫০ টাকা দাম বেড়ে সিলিণ্ডার প্রতি দাম হল ১০৭৯ টাকা। বার বার এই দাম বৃদ্ধির জেরে চিন্তা বেড়েছে মধ্যবিত্তের।