Primary TET: প্রাথমিক টেট তদন্তে প্রাক্তন পর্ষদ সভাপতির বাড়িতে সিবিআই তল্লাশি। Bangla News

2022-07-07 121

প্রাথমিক টেট (Primary TET)-মামলায় কলকাতাজুড়ে সিবিআইয়ের (CBI) তল্লাশি অভিযান। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যর যাদবপুরের দুটি বাড়িতে হানা দেন সিবিআই (CBI) অফিসাররা। প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব রত্না চক্রবর্তী বাগচীর বাড়িতেও তল্লাশি চালায় সিবিআই। প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসেও তল্লাশি চালানো হয়। কলকাতার মোট ৬টি জায়গায় অভিযান চলছে। দলে রয়েছেন ৫০-৬০ জন সিবিআই অফিসার।

Videos similaires