Howrah: হাওড়া লাইনে বিপত্তি, কাপলার খুলে দাঁড়িয়ে গেল ট্রেন। Bangla News

2022-07-07 48

হাওড়ার (Howrah) আবাদা স্টেশনে ট্রেনের কাপলার খুলে বিপত্তি। সকাল ৮টা ৪৮ মিনিটে এই ঘটনা ঘটে। হাওড়াগামী ডাউন উলুবেড়িয়া (Uluberia) লোকাল আবাদা স্টেশন ছেড়ে বেরোনোর পর মাঝের দুটি বগির কাপলার খুলে যায়। যাত্রীরা আতঙ্কে চিত্কার শুরু করায় ট্রেন দাঁড়িয়ে পড়ে। পরে বাগনান লোকালে ওঠানো হয় ওই যাত্রীদের। দক্ষিণ-পূর্ব (South Eastern Railway) রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Videos similaires