Top News : বেলাগাম ভোজ্য তেল, লিটারে অন্তত ১০ টাকা দাম কমাতে বলল কেন্দ্র

2022-07-06 32

বেলাগাম ভোজ্য তেল, লিটারে অন্তত ১০ টাকা দাম কমাতে বলল কেন্দ্র। এক সপ্তাহের মধ্যে লিটারপ্রতি ১০ টাকা পর্যন্ত দাম কমাতে নির্দেশ। দেশজুড়ে একই ব্র্যান্ডের ভোজ্য তেলের দাম একই দাম রাখতে বলল কেন্দ্র। যাত্রীদের নিয়ে ফের দরজা খোলা রেখেই চলল মেট্রো! কুঁদঘাট থেকে কালীঘাট দরজা খোলা রেখেই চলল মেট্রো! ৫টি স্টেশন খোলা দরজা নিয়েই দৌড়ল মেট্রো! সকাল ৯.৩৯টা নাগাদ মেট্রোয় বিভ্রাট, যাত্রীদের মধ্যে আতঙ্ক। একটি কামরায় খোলা দরজা, কালীঘাট পর্যন্ত গেল মেট্রো। ‘যান্ত্রিক ত্রুটি, দুর্ঘটনা এড়াতে মোতায়েন ছিল আরপিএফ’, চলন্ত অবস্থায় রেকের খোলা দরজা নিয়ে জানাল মেট্রো কর্তৃপক্ষ। 

Videos similaires