Nupur Sharma: পয়গম্বর সম্পর্কে বিতর্কিত মন্তব্য নিয়ে মামলায় নারকেলডাঙা থানায় তলব প্রসঙ্গে চিঠি লিখে ফের সময় চাইলেন সাসপেন্ডেড বিজেপি নেত্রী নূপুর শর্মা। Bangla News

2022-07-06 147

পয়গম্বর সম্পর্কে বিতর্কিত মন্তব্য নিয়ে মামলায় নারকেলডাঙা থানায় তলব প্রসঙ্গে চিঠি লিখে ফের সময় চাইলেন সাসপেন্ডেড বিজেপি নেত্রী নূপুর শর্মা। কলকাতা পুলিশ সূত্রে খবর, প্রাণসংশয়ের কথা জানিয়ে সময় চেয়েছেন নূপুর। যদিও কলকাতা পুলিশ তাঁকে সময় দিতে নারাজ। আর্জি খারিজ করে দ্রুত হাজিরার জন্য নূপুর শর্মাকে ইমেল করা হবে বলে কলকাতা পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যেই সাসপেন্ডেড বিজেপি নেত্রী নূপুর শর্মার নামে লুক আউট নোটিস জারি করেছে কলকাতা পুলিশ।

Videos similaires