ভাঙড়ে পাওয়ার গ্রিড নিয়ে আজ প্রশাসনের সঙ্গে বৈঠক আন্দোলনকারীদের। সকাল ১১টা নাগাদ বারুইপুরে মহকুমা অফিসে বৈঠক। জেলাশাসক-সহ প্রশাসনিক কর্তাদের সঙ্গে আলোচনায় বসবেন আন্দোলনকারীরা। ভাঙড়ের জমি, জীবিকা, বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির দাবি, ২০১৮ সালে এলাকার উন্নয়ন ও আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার-সহ একাধিক দাবিতে রাজ্য সরকারের সঙ্গে চুক্তি হয়।কিন্তু সেই চুক্তি মেনে কাজ হচ্ছে না। এই সমস্ত প্রসঙ্গেই আজ আলোচনা হবে। পাশাপাশি, দাবি পূরণ কবে হবে, তা নির্দিষ্ট করে জানতে চাইবেন কমিটির সদস্যরা। গতকাল পাওয়ার গ্রিড প্রকল্পের গেটে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা।