Government bus: গত দু’দিন ধরে দেখা মিলছে না সরকারি বাসের। কী বলছেন সাধারণ মানুষ? Bangla News

2022-07-06 15

গত দু’দিন ধরে দেখা মিলছে না সরকারি বাসের। রাজাবাজার, পার্ক সার্কাস, টালিগঞ্জ ট্রামডিপো থেকে সোম ও মঙ্গলবার বেরোয়নি সরকারি বাস। তেল সঙ্কটের জন্যই সরকারি বাস এই দু’দিন রাস্তায় নামেনি বলে জানিয়েছেন বাস ডিপোর কর্মীরা। ফলে ভোগান্তি বেড়েছে আমজনতার। তবে গতকাল রাতে তেল আসায় আজ সকালে রাস্তায় নেমেছে কয়েকটি সরকারি বাস। কী বলছেন সাধারণ মানুষ? 

Videos similaires