Ananda Live : ২০১৪ সালের টেট-দুর্নীতির মামলায় এবার নাম জড়াল তিন তৃণমূল নেতার

2022-07-05 10

২০১৪ সালের টেট-দুর্নীতির মামলায় এবার নাম জড়াল তিন তৃণমূল নেতার। বিজেপি নেতার দায়ের করা মামলায়, মঙ্গলবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে, মামলাকারীরা অভিযোগ করেন, চাকরিপ্রার্থীদের জন্য লেটার হেডে সুপারিশ করেছিলেন তিনজন তৃণমূল বিধায়ক। এ নিয়ে একযোগে সরব হয়েছে বিরোধীরা। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।

Videos similaires