Kharagpur : তৃণমূল কার্যালয় থেকে দুয়ারে রেশন বিলি, অভিযোগ বিজেপির

2022-07-05 32

পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের ১ নম্বর ব্লকের ধারেন্দায় তৃণমূলের দলীয় কার্যালয় থেকে দুয়ারে রেশন প্রকল্প দেওয়া হচ্ছে। অভিযোগ বিজেপির। তৃণমূলের কর্মীরা রেশন ডিলারকে সামনে রেখে রেশন দিচ্ছে বলে অভিযোগ। বিডিওকে জানানো হয়েছে, দাবি বিজেপির। দুয়ারে রেশন প্রকল্পে ধারেন্দাতে ক্যাম্প করানো হয়েছে। এটা তৃণমূলের পার্টি অফিস নয়, একটা দোকান আমি নিয়েছি। দাবি রেশন ডিলার শুভ পাত্রের। অপপ্রচার, ভিত্তিহীন অভিযোগ, পাল্টা দাবি তৃণমূল কংগ্রেসের।

Videos similaires