কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে অফলাইনেই। সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রেখে জানাল ডিভিশন বেঞ্চ। পড়ুয়াদের করা মামলায় নির্দেশ বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের। পরীক্ষার মাধ্যম কী হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র বিশ্ববিদ্যালয়ের। পড়ুয়াদের এই অধিকার নেই, জানিয়ে দিল হাইকোর্ট।