মুখ্যমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে নবান্নে কর্তব্যরত পুলিশকর্মীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ । সব ধরনের মোবাইল ফোন জমা রেখে কাজে যেতে হবে তাঁদের। মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি মুখ্যমন্ত্রীর বাসভবনেও। মুখ্যমন্ত্রীর বাসভবনে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীদেরও মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা। নির্দেশিকা জারি ডেপুটি কমিশনার অফ পুলিশ রিজার্ভ ফোর্সের তরফে।