Deganga : স্কুল বন্ধ রেখে দুয়ারে সরকার ক্যাম্প দেগঙ্গায়, তৃণমূলকে কটাক্ষ বিজেপি-র

2022-07-05 37

স্কুল বন্ধ রেখে দুয়ারে সরকার ক্যাম্প করা নিয়ে উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় রাজনৈতিক তরজা। তৃণমূল পরিচালিত দেগঙ্গা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। সোমবার দুয়ারে সরকার ক্যাম্পের জন্য ঘোষালের আবাদ প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়। এ নিয়ে তৃণমূল প্রধান ও প্রধান শিক্ষকের বক্তব্যে ফারাক। প্রধানের দাবি, স্কুল হয়ে যাওয়ার পর ক্যাম্পের আয়োজন করা হয়। প্রধান শিক্ষক জানিয়েছেন, পরীক্ষা ছিল, কেউ দিয়েছে, কেউ দেয়নি। বিজেপির কটাক্ষ, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে খেলা করছে তৃণমূল। গেরুয়া শিবিরের দাবিকে গুরুত্ব দিতে নারাজ শাসকদল।

Videos similaires