কলকাতায় ফের বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু। ফিডার বক্স থেকে স্পার্ক, তারপর বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ট্যাংরায় মৃত্যু এক দোকান মালিকের। মৃতের নাম বান্টি হালদার। পুলিশ সূত্রে খবর, সকাল ৯টা নাগাদ গোবিন্দ খটিক রোডে কচুরির দোকানে রান্না করার সময় গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়। আশপাশের লোকজন যখন আগুন নেভানোর চেষ্টা করছিলেন, সেইসময় দোকানের শাটারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন বছর পঁয়ত্রিশের বান্টি। এনআরএস হাসপাতালে নিয়ে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা।