বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে বারবার উঠে এসেছে পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক অসহিষ্ণুতার কথা। গেরুয়া শিবিরের মধ্যে এখনও কাঁটার মত বিঁধে রয়েছে বাংলা জয়ের অধরা স্বপ্ন। তা যেন বারবার স্পষ্ট মোদী অমিত শাহ থেকে বঙ্গ বিজেপির নেতৃত্বের কথাতেই।