Corona Vaccines : দ্রুত মেয়াদ উত্তীর্ণ হবে এমন ভ্যাকসিন আনা হচ্ছে বাগবাজারের স্টোরে, কেন ?

2022-07-05 47

রাজ্যে দ্বিতীয় ডোজ ও প্রিকশনারি ডোজ নেওয়ায় ব্যাপক অনীহা। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এর ফলে জুলাই মাসের শেষে মেয়াদ শেষ হতে চলেছে বিপুল পরিমাণ টিকার। এই পরিস্থিতিতে যে সমস্ত জেলায় স্টোরে মজুত ও দ্রুত মেয়াদ উত্তীর্ণ হবে এমন ভ্যাকসিন রয়েছে, তা নিয়ে আসা হচ্ছে বাগবাজার ভ্যাকসিন স্টোরে। সেখান থেকে চাহিদা বুঝে ওই ভ্যাকসিন পাঠানো হবে প্রতিবেশী রাজ্যে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে সমন্বয় রেখে এই কাজ করা হবে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ইতিমধ্যেই ১০ লক্ষ ডোজ পাঠানো হয়েছে পাটনায়। আগামীকাল হায়দরাবাদে পাঠানো হবে আড়াই লক্ষ ডোজ। স্বাস্থ্য সচিবের তরফে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছে আবেদন করা হয়েছে বিনামূল্য সকলকে প্রিকশনারি ডোজ দেওয়ার। জবাব মেলেনি কেন্দ্রের। খবর স্বাস্থ্য দফতর সূত্রে। 

Videos similaires