Maharashtra Assembly : মহারাষ্ট্র বিধানসভায় শক্তি পরীক্ষায় জয় একনাথ শিণ্ডে-দেবেন্দ্র ফড়ণবীসের। Bangla News

2022-07-04 147

মহারাষ্ট্র বিধানসভায় শক্তি পরীক্ষায় জয় একনাথ শিণ্ডে-দেবেন্দ্র ফড়ণবীসের। আস্থা ভোটে জয়ী নতুন মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। ২৮৭ আসনের মহারাষ্ট্র বিধানসভায় ম্যাজিক ফিগার ১৪৪। শিণ্ডের সমর্থনে পড়ল ১৬৪টি ভোট। বিপক্ষে ভোট পড়ে ৯৯টি। ৩ জন বিধায়ক ভোটদানে বিরত থাকেন। আস্থা ভোটে অনুপস্থিত ছিলেন কংগ্রেসের ৫ বিধায়ক। 

Videos similaires