Mamata Banerjee : ' CM জেড প্লাস সিকিউরিটি পান, নিরাপত্তার দায়িত্বে থাকা লোকজন কী করছিল ? ' : প্রশ্ন তুললেন সুজন

2022-07-04 32

নিরাপত্তার ঘেরাটোপ এড়িয়ে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির চত্বরে সন্দেহভাজন ব্যক্তি। তাঁকে আটক করেছে কালীঘাট থানার পুলিশ। শনিবার রাতে ওই ব্যক্তি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মুখ্যমন্ত্রীর বাড়ির পাঁচিল টপকে ঢুকে ভিতরে ঢুকে পড়েন। সারা রাত সেখানেই ছিলেন তিনি। গতকাল সকালে এক পুলিশ কর্মীর নজরে পড়তেই শোরগোল পড়ে যায়। 

Videos similaires