Kolkata Accident: মৌলালির রামলীলা পার্কে রথের মেলায় নাগরদোলা থেকে পড়ে দুর্ঘটনা
2022-07-03 1
মৌলালির রামলীলা পার্কে রথের মেলায় নাগরদোলা থেকে পড়ে দুর্ঘটনা। চলন্ত নাগরদোলা থেকে পড়ে গেলেন তরুণী। আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হল এনআরএসে। দুর্ঘটনার পর উদ্ধার করে এন্টালি থানার পুলিশ। ঘটনার পর বন্ধ রাখা হয়েছে নাগরদোলা।