কী যেন নড়াচড়া করছে বাগানে? বাড়ির লোকজন যে কেউ নন,সেটা নিশ্চিত। তা হলে কে? বেশি খোঁজাখুঁজি করতে হয়নি। কাছে যেতেই নজরে এল বিশাল এক অজগর (python)। ঝাড়গ্রামের (jhargram) গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের বেলিয়াবেড়া থানার কুঠিঘাটের ঘটনা। দীপক নায়েক নামে এক গৃহস্থের বাগানে ঢোকার চেষ্টা করছিল অজগরটি।